Wednesday, December 25, 2024

পাংশা থানার সেই গরুটিকে মালিকের কাছে হস্থান্তর

রাজবাড়ীর  পাংশা মডেল  থানাপুলিশের হেফাজতে থাকা সেই গরুটিকে অবশেষে গরুর প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে থানা পুলিশ। পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ই জুলাই (বুধবার) গরুটির প্রকৃত মালিক থানায় এলে যাচাই বাছাই করে রাত সাড়ে ৯ টার দিকে  পাংশার পার নারায়নপুর গ্রামের মোহাম্মদ আলী প্রামানিকের ছেলে মোঃ মোক্তার হোসেন প্রামানিকের কাছে গরুটি বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ, গত ১৩ই জুলাই আনুমানিক সাড়ে ১১ টার দিকে পাংশা লিজা হেলথ কেয়ার এর সামনে কালো রঙের মালিক বিহীন এ ষাড় গরুটি ঘোরাগুরি করতে থাকলে স্থানীয়ারা গরুটিকে লিজা হেলথ কেয়ারের সামনে বেধে রাখে। পরে ১৪ই জুলাই পাংশা মডেল থানা পুলিশ দেড়টার সময় গরুটিকে থানায় নিয়ে আসে।এবং থানার ফেসবুক পেইজে গরুর প্রকৃত মালিকের সন্ধান চেয়ে তথ্য আপ্লোড দেয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here