Monday, April 29, 2024

ভারতকে সান্ত্বনা টেন্ডুলকারের; অস্ট্রেলিয়াকে অভিনন্দন বাবরের

আহমেদাবাদ  : ঘরের মাঠে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ হয় স্বাগতিক ভারতের। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে খেলতে নেমেছিলো রোহিত-কোহলিরা। এমন পরিসংখ্যানে ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পষ্টভাবে ফেভারিট ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারতের হৃদয়ভঙ্গের কারণ হিসেবে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের দৃষ্টিতে দিনটি  টিম ইন্ডিয়ার পক্ষে ছিলনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ভারতীয় দলকে উদ্দেশ্য করে টেন্ডুলকার লিখেছেন, ‘দুর্ভাগ্য ভারতীয় দলের। দারুন একটি টুর্নামেন্টে হৃদয় ভঙ্গের কারণ হতে পারে একটি খারাপ দিন। ক্রিকেটার, দর্শক, শুভাকাক্সক্ষীরা হতাশ। এমন হতাশায় কিসের মধ্য দিয়ে যাচ্ছে তারা, সেটি আমি অনুভব করতে পারি। হার খেলারই অংশ। আমাদের মনে রাখতে হবে, পুরো আসরে এই দল আমাদের জন্য নিজেদের সেরাটা দিয়েছে।’
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাতেও ভুল করেননি টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘ষষ্ঠবারের মত বিশ্বকাপ জয় করায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। বড় মঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে ভালো ক্রিকেট খেলেছে তারা।’
ভারতের হারের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে নিজের ইনস্টাগ্রামে বাবর লিখেছেন, ‘অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কি দারুন পারফরমেন্স।’
বিশ্বকাপের লিগ পর্ব থেকে অভিযান শেষ করা পাকিস্তান ৯ ম্যাচের ৪টিতে জয়ী  ৫টিতে পরাজিত হয়।

 

সূত্রঃ ২০ নভেম্বর ২০২৩ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here