Thursday, May 9, 2024

রাজবাড়ীতে ৫শত পিছ ইয়াবাসহ গ্রেপ্তার আহাদ শেখের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

রাজবাড়ী জার্নাল : রাজবাড়ীতে ৫শত পিছ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মোঃ আহাদ শেখকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১।

সে রাজবাড়ী সদর উপজেলার নিজাতপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। এসময় অপর আসামী রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের আক্তারুলের ছেলে মোঃ ইকবাল হোসেনকে খালাস দিয়েছে। রায়ের সময় কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামী মোঃ আহাদ শেখ অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ বিচারক অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।

মামলা সুত্রে জানা গেছে, র‍্যাব -৮, ২নং কোম্পানী ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোঃ আব্দুল খালেক সঙ্গীয় ফোর্সসহ ২০১৪ সালের ২৮ মার্চ রাজবাড়ী সদর উপজেলার সিংগা গ্রামের একটি আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে দুইজন ব্যক্তি তাদের ব্যবহৃত মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মোঃ আহাদ শেখকে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করলেও আসামী মোঃ ইকবাল হোসেন পালিয়ে যায়।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় ২০১৪ সালের ২৯ মার্চ মামলা দায়ের করেন। সদর থানার মামলা নং-৪৩ । দায়রা মামলা নং-৪৭৬/২০১৫ জি,আর, মামলা নং-১২৪/২০১৪ ।

রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ অতিরিক্ত পি,পি মোঃ আবু বকর মিয়া বলেন, আসামী মোঃ আহাদ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত সাত বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর আসামী মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। আসামী মোঃ আহাদ শেখ রায়ের সময় পলাতক ছিল।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here