বরিশালের চরমোনাই ওরশ শরীফে যাওয়ার সময় ওরসগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো –জ-১৪-০৫৬১) নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হুদা নামে বাস চালক নিহত হয়েছেন।
নিহত চালক নাজমুল হুদা রাজশাহী জেলার চৌবাড়ীয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে। বৃহস্পতিবার ভোর সারে ৫ টার দিকে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে খালে পরে যায় । এ ঘটনায় আরো পনেরো জন যাত্রী আহত হয়। ঘটনাস্থলে পাংশা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের কালুখালি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
পাংশা হাইওয়ে থানার ওসি(অফিসার ইনচার্জ) লেয়াকত হোসেন জানান, চরমোনাই ওরসগামী যাত্রীবাহী (ঢাকা মেট্রো –জ-১৪-০৫৬১) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পরে যায়।এ সময় চালক নিহত হয়। আহত পনেরো জনের মধ্যে দশ জন সুস্থ হয়ে চলেগেছেন ,পাঁচ জন হাঁসপাতালে চিকিতস্যাধীন। বিকাল ৪টার দিকে নিহত বাস চালক নাজমুল হুদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।