Friday, April 26, 2024

রাজবাড়ীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ  “পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা জুন(বুধবার) সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ কহিনুর, খামারী হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের পর  রচনা , কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন অতিথিরা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here