Sunday, November 24, 2024

সুদানের দারফুরে নতুন করে সংঘর্ষে ১৯ জন নিহত

সুদানের প্রত্যন্ত দারফুর অঞ্চলে সর্বশেষ সহিংসতায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।
চলতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সহিংসতায় বেশকিছু সংখ্যক লোক নিহত হয়।
শাদ সীমান্তবর্তী পশ্চিম দারফুর রাজ্যের জেবেল মুনে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে বৃহস্পতিবার সর্বশেষ এই সহিংসতা শুরু হয়।
ত্রাণ সাহায্য সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর দ্য রিফিউজিস এন্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র আদম রিগ্যাল বলেন, এ সহিংসতায় অন্তত ১৯ জন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।

এর আগে তিনি বেশ কিছু সংখ্যক লোকের আহত ও নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন। চারটি গ্রাম পুরোপুরি পুড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
একজন পার্বত্য নেতা জানান, মিলিশিয়ারা জেবেল মুনের গ্রামগুলিতে সশস্ত্র হামলা চালায়।
একই অঞ্চলে শনিবার ও সোমবার সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

জাতিসংঘ বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে জেবেল মুন  ও দারফুরের অন্যান্য এলাকায় সহিংসতায় অনেক লোকের প্রাণহানি ঘটে এবং শত শত বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।
উল্লেখ্য, দারফুর অঞ্চলে সংঘর্ষ ছাড়াও ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়া এবং জাতিসংঘ ঘাঁটিতে লুটপাট চালানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here