রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে মোছাঃ মৌসুমী আক্তার(৩৫)কে দশ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে।
ডিবি কার্যালয় সূত্রে জানাগেছে, ১২ই ডিসেম্বর (রোববার) সারে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির, এএসআই মোঃ সামাদ মোল্লা, এএসআই মোঃ আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পোড়াভিটা) এলাকা থেকে মোছাঃ মৌসুমী আক্তার(৩৫) এর বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ীর গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া (পুড়াভিটা) এলাকার মোঃ রাজ্জাক শেখ এর স্ত্রী । এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।