Friday, November 22, 2024

রাজবাড়ী উদীচীর বর্ষা বরণ

নেহাল আহমেদ,রাজবাড়ীঃ  বাংলার অপরূপ সৌন্দর্যের পেছনে বড় ভূমিকা এ ঋতুর ফুলের। বর্ষার বৃষ্টিতে চিরসবুজ গাছের পাতা আরো ঘন ও গভীর সবুজ রূপ পায়। রবীন্দ্রনাথের গানের কারণেই কি না জানি না, বর্ষা মানেই আমাদের কাছে প্রিয় ফুল কদম। হয়তো এই বর্ষাতেই কোনো প্রেমিক তার প্রিয় মানুষের হাতে তুলে দেবে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। শুধু ডাঙাতেই নয়, বর্ষার জলেও বসে জলজ ফুলের মেলা। বিলজুড়ে শাপলা মুগ্ধ করে সৌন্দর্যপিয়াসীকে।

গান কবিতা কথায় প্রাণোচ্ছলতায় উচ্ছসিত হয়ে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণ প্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুকে বরণ করলো রাজবাড়ী জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয় বর্ষা বরণ।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সহ সভাপতি আজিজুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন।তাপস পাল, আব্দুর জব্বার, সোমা কর্মকার,ইকবাল হাসান প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here