Sunday, December 22, 2024

রাজবাড়ী‌তে দাবা প্রতি‌যো‌গিতার উ‌দ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী‌তে মার্কস জেলা দাবা প্রতিযোগিতার উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।

রবিবার বিকা‌লে রাজবাড়ী কাজী হেদা‌য়েত হো‌সেন স্টে‌ডিয়া‌মে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতি‌যোগিতার উ‌দ্বোধন ক‌রেন পু‌লিশ সুপার এম এম শা‌কিলুজ্জামান।

রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌ন ও বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের ব্যাবস্থাপনায় জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের ১০‌টি দল অংশগ্রহণ ক‌রে।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শা‌হেনওয়াজ, জেলা ক্রীড়া অ‌ফিসার শা‌হিন সুলতান রাজা, জেলা শিক্ষা অ‌ফিসার হা‌বিবুর রহমান , জেলা আওয়ামী লীগের সা‌বেক সহ সভাপ‌তি হেদা‌য়েত আলী সোহরাব, ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো শ‌ফিকুল ইসলাম শ‌ফি প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

আগামী মঙ্গলবার এই প্রতি‌যো‌গিতার চূড়ান্ত প‌র্বের খেলা ও পুরস্কার বিতরণী অনু‌ষ্ঠিত হ‌বে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here