Saturday, April 27, 2024

অসহায়দের চোঁখের আলো ফেরানোর কাজ করে যাচ্ছেন বীরমুক্তিযোদ্ধা খায়রুল বাশার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষের নিজের অর্থে দারিদ্র, অসহায় ৪শতাধিক মানুষকে চোঁখের আলো ফেরাতে সহযোগিতা করেছেন বীরমুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান। তিনি দীর্ঘদিন যাবৎ এ কার্যক্রম চালিয়ে রাষ্ট্রপতি সেবা পদক সহ বিভিন্ন সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।

বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের বাসিন্ধা ও অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান বলেন, যারা অর্থের অভাবে চোঁখের ছানি অপারেশন করতে পারে না এরকম কয়েকজনকে দিয়ে শুরু করি। মালেকা চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ এ কাজে আমাকে অনুপ্রেরণা দেন। ফলে আজ পর্যন্ত ৪শতাধিক মানুষকে নিজের অর্থে চোঁখের আলো ফেরাতে পেরেছি। আর এ কাজ করতে গিয়ে আমি রাষ্ট্রপতি সেবা পদক পেয়েছি। সরকার আমার কাজের স্বীকৃতি সরুপ পদক প্রদান করায় আমার কাজে আরও অনুপ্রেরণা যুগিয়েছেন। আমি যতদিন বেঁচে থাকবো, এ কার্যক্রম চালিয়ে যাবো।

শুক্রবার সকালে মালেকা চক্ষু হাসপাতালে ১০জনকে চোঁখের ছানি অপারেশন করেছেন। তারা হলেন, রাজবাড়ী সদরের বাণিবহর বার্থা গ্রামের ইউসুব আলী মিয়া, বালিয়াকান্দির বাকসাডাঙ্গীর ছকিনা বেগম, আশ্চর্য্যপুর গ্রামের তারা বানু, কালুখালীর চরভিটির আঃ গফুর লস্কর, ফরিদপুরের রনতাইলের তাহমিনা বেগম, মধুখালী উপজেলার শ্রীরামকান্দির জালাল শেখ, কোরানীয়ার চরের রোকেয়া বেগম, তারাপুরের আলাউদ্দিন শেখ, নিশ্চন্তপুরের মাজেদা বেগম, মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুরের হালিমা বেগম।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here