Thursday, May 9, 2024

পাংশায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) হাবাসপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী, আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ মাহির মুহতাসিম, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় ডাঃ শারমিন আহমেদ তিথী বলেন- ৫-১৬ বছরের বয়সী শিক্ষার্থীসহ বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত পথশিশু,কর্মজীবি শিশু, বিদ্যালয় হতে ঝড়ে পড়া) সকল শিশুকে শিক্ষা প্রতষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমি নাশক ঔষধ খাওয়ার জন্য অনুরোধ করেন।

তিনি আরও বলেন – শিশুর সঠিক বিকাশ ও শারীরিক বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময় পর পর কৃমির ঔষধ খাওয়ানো উচিত।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here