Saturday, April 27, 2024

পাংশায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

উজ্জল হোসেন, পাংশা ( রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বরিবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালী, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ উসমান গনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সুভাস চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।

এ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন। বক্তারা বলেন- আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here